শিরোনাম
M.-Muttaki- the-Taliban's-foreign-minister,-has-joined-the-consultative-struggle-on-Palestine-newsasia24

ফিলিস্তিন নিয়ে পরামর্শমূলক সম্মেলনে যোগ দেবেন এফ এম মুত্তাকি

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানে অনিুষ্ঠিত ফিলিস্তিন নিয়ে পরামর্শমূলক সম্মেলনে যোগ দেবেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী এফ এম মুত্তাকি।

আজ শুক্রবার (২২শে ডিসেম্বর) তালেবানের পররাষ্ট্রমন্ত্রীসহ একটি কূটনৈতিক প্রতিনিধিদল ইরানে পৌঁছেছেন।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আমির খান মুত্তাকি ফিলিস্তিন নিয়ে একটি ‘পরামর্শমূলক ও রাজনৈতিক’ বৈঠকে যোগদান করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলার নিন্দা করেছে। তবে তালেবান কর্মকর্তারা ইসরায়েল সম্পর্কে কোন কঠোর বিবৃতি বা বিতর্কিত মন্তব্য করেন নি।

আরও পড়ুন: 

এছাড়াও, ইরানের বিপরীতে, তালেবান শাসনাধীন আফগানিস্তানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে খুবই সীমিত প্রতিবাদ করতে দেখা গেছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরান হামাসের প্রধান সমর্থক। ফলে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান।

google-news-channel-newsasia24

ফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *