গাজীপুর প্রতিনিধি: কিছু মানুষ সবসময়ই ষড়যন্ত্র করে। নির্বাচনেও এর বাহিরে নয়। তাদের কিছু অবৈধ টাকা আছে, বিভিন্ন নির্বাচনী এলাকায় ছিটানো হচ্ছে।
মানুষ এত বোকা নয়। মানুষ যাচাই-বাছাই করে নির্বাচনের দিন ভোট দিবে। তবে, গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না।
আজ শনিবার (২৩ ডিসেম্বর ) সকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় গণসংযোগে এসব কথা বলেন গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল।
তিনি আরো বলেন, গাজীপুরের মানুষ গত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছিল তা দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবে।
এদিকে, গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের প্রচার প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোষ্টার ঝুলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে জোরেসোরে।
সকাল থেকে টঙ্গী হোসেন মাকের্টের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল তার দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করেন।
আরও পড়ুন:
এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
এদিকে, দুপুর ২টার দিকে টঙ্গীর পাইলট স্কুলের শিক্ষারর্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন রাসেল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কর্মীরাও লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে প্রতিমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরছেন নেতাকর্মীর।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow Now[/button]
+ There are no comments
Add yours