আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপারস। নেদারল্যান্ডসে করোনভাইরাস উপসর্গ থাকলে বড়দিনের অনুষ্ঠানে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দেশে করোনভাইরাস কণার এত বেশি অনুপাত কখনও ছিল না। কয়েক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। আপনার কাছের কোন ব্যাক্তির করোনা থাকার সম্ভাবনা রয়েছে।”
নেদারল্যান্ডসের করোনাভাইরাসের পরিসংখ্যান থেকে দেখা যায়, হাসপাতালের নার্সিং ওয়ার্ডে কোভিড রোগীর সংখ্যা ক্রমে্ই বেড়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে কোভিড রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।
নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপারস বলেন, বড়দিনের উৎসবের সময় করোনা বড় একটি ঝুঁকি।
আরও পড়ুন:
-
ফিলিস্তিন নিয়ে পরামর্শমূলক সম্মেলনে যোগ দেবেন এফ এম মুত্তাকি
-
কোকেন ব্যবহারে বৈধতা দিচ্ছে সুইজারল্যান্ড
-
পানি খেয়েই জীবিত আছেন ৫০ বছর
-
ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
তিনি আরও বলেন, আপনার যদি উপসর্গ থাকে তবে সতর্ক থাকুন এবং ক্রিসমাস ডিনারে যোগ দিতে বিরত থাকুন। আপনার করোনভাইরাস থেকে অন্য লোকেদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
কুইপার্স বলেন, ভাইরাসটির সঙ্গে মৌসুমী সম্পর্ক রয়েছে। “গ্রীষ্মে করোনারসংখ্যা খুব কম ছিল। কিন্তু শীতে সে সংখ্যা আবার বাড়তে পারে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]ফলো করুন[/button]
+ There are no comments
Add yours