ফেনী প্রতিনিধি: ফেনীর লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের গেট এলাকায় আগুনে ঝলসে গেছে মাশকুরা আক্তার মুমু নামে ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী। তিনি লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেকের মেয়ে।
আজ সোমবার (২৫ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে মুমুকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জেনে গণমাধ্যমের সঙ্গে আমরা কথা বলবো।
আরও পড়ুন:
-
বলাৎকারের পর হত্যার শিকার কিশোর সিয়াম
-
মাহিকে জুতা মারার হুমকি
-
গাজীপুরে অবৈধ টাকা ছিটিয়ে কোন লাভ হবে না
-
রাজশাহী থেকে দুটি ট্রেন বন্ধ ঘোষনা
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক বলেন, দুপুরে দগ্ধ অবস্থায় একজন রোগী হাসপাতালে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছি।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours