আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কারী ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সিনিয়র উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয়। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে। তবে, তার মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরও পড়ুন:
-
ফিলিস্তিন নিয়ে পরামর্শমূলক সম্মেলনে যোগ দেবেন এফ এম মুত্তাকি
-
বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী
-
কোকেন ব্যবহারে বৈধতা দিচ্ছে সুইজারল্যান্ড
-
পানি খেয়েই জীবিত আছেন ৫০ বছর
তিনি ছিলেন জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন কমান্ডার। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।
+ There are no comments
Add yours