শিরোনাম
Khalid-Zara-arrested;-Killing-more-officers-and-soldiers-in-Israel-newsasia24
Khalid-Zara-arrested;-Killing-more-officers-and-soldiers-in-Israel-newsasia24

খালিদ জারার গ্রেফতার; ইসরায়েলে আরও অফিসার ও সৈন্যকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি নেতা খালিদ জারারকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, গাজায় আরও কয়েকজন অফিসার ও সৈন্যকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

‘‘প্যালেস্টাইন ক্রনিকল’’ এর খবরে এসব তথ্য জানানো হয়েছে।

Khalid-Zara-arrested;-Killing-more-officers-and-soldiers-in-Israel-newsasia24 2
আইকনিক ফিলিস্তিনি নেতা- খালিদা জারার

খবরে বলা হয়, খান ইউনিসের নাসের হাসপাতালে বোমা হামলা চলোনো হয়েছে এবং হাসপতালের আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন>> কে এই ‌‌’খালিদা জারার’?

খবরে আরও বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার সৈন্যরা ফিলিস্তিনি নেতা ও কর্মী, খালিদা জারারকে রামাল্লায় তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যায় ২০,৬৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪,৫৩৬ জন। নিহত ও আহতদের বেশিরভাগই নারী ও শিশু।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *