ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রূপচান (৫০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপচান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে রূপচান।

স্থানীয়রা জানায়, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়।

এক পর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুুন:

এ বিষয়ে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রূপচান নিহত হয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours