জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে জিহাদ হোসেন বাবু (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৯ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন বাবু ওই এলাকার ছামিউল হক গেল্লার ছেলে।
জানা গেছে, জিহাদ নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে থাকে। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
জিহাদের মা জেসমিন বেগম জানান, জিহাদ বিদ্যুতের কাজ জানতো। মাঝে মাঝে সে বাড়ির বিদ্যুতের কাজ করতো। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
আরও পড়ুন:
-
কামরাঙ্গীরচরে শিশুকে ধর্ষণ
-
ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত
-
কক্সবাজারে পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৪
-
ঢাবির এফ রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণ
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, জিহাদ হোসেন বাবুর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours