লিমা পারভীন: শীতকালে বাজারে ফুলকপি ভরপুর। দামে সস্তা হলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হলো ফুলকপি। তরকারি থেকে শুরু করে পাকোড়াসহ নানা ধরনের পদ তৈরি করা যায়।
আপনি চাইলে ফুলকপির মিষ্টান্ন পদও খেতে পারবেন। ফুলকপি দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন পায়েস।
জেনে নিন ফুলকপির পায়েস তৈরির সহজ রেসিপি-
উপকরণ:
১. ফুলকপি ১টি ২. দুধ ২ লিটার ৩. ভাঙা বাসমতি চাল অর্ধেক কাপ ৪. কনডেন্সড মিল্ক আধা কাপ ৫. খেজুরের গুড় আধা কাপ ৬. এলাচ ৭. দারুচিনি গুঁড়া ৮. কাজু ৯. কিশমিশ ও ১০. বাদাম।
যে পদ্ধতিতে তৈরি করবেন,
প্রথমে ছোট ছোট করে কেটে নিন ফুলকপি। এবার গরম করা দুধে চাল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে আধা লিটার দুধ ও কেটে রাখা ফুলকপি মিশিয়ে আবারও জ্বাল দিন। সেদ্ধ হয়ে এলে চালের সঙ্গে গুড়, আধা লিটার দুধ, দারুচিনি ও এলাচের গুঁড়া মিশিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। এবার নাড়তে নাড়তে মিশিয়ে দিন পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। চাল ও ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে কাজুবাদাম সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:
-
শীতে খাবেন না যে ৭ খাবার
-
দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জাদুকরি ৭ উপায়
-
শীতকালে সুস্থ থাকতে যে খাবারগুলি খাবেন
-
নারীদের সুস্থ থাকার ১১টি কৌশল
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours