শিরোনাম
Badsha-the-boat's-candidate-apologized-to the-court-newsasia24

আদালতে ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী বাদশা

কুষ্টিয়া প্রতিনিধি: দোষ স্বীকার করে আদালতে কাছে ক্ষমা চেয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশা এমপি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রতিনিধির মাধ্যমে ওই আসনের অনুসন্ধান কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ আসাফ উদ দৌলার কার্যালয়ে লিখিত জবাব পাঠিয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে শোকজ নোটিশের জবাবে তিনি লিখিতভাবে ক্ষমা চান পাশাপাশি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করেন।

এর আগে নির্বাচনী পথসভা চলাকালে তিনি বলেছিলেন, ‘নৌকায় ভোট দিতেই হবে, বাদশাকে ভোট দিতে হবে না হলে সব সোজা করে দেব’। এছাড়াও নানা ভাষায় সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ফলে, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত, আচরণবিধি লঙ্ঘন হওয়ায় নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে শোকজ নোটিশ দেন।

লিখিত জবাবে তিনি বলেছেন, অজ্ঞাতসারে বা অসাবধানতাবশত অথবা বাক্য উচ্চারণের প্রকাশভঙ্গিতে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে। তবে আগামীতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে অঙ্গীকার করেছেন তিনি।

আরও পড়ুন: 

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশা এমপি তার নির্বাচনী প্রচারনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এত শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে ব্যাহত হয়। পরে ২৬ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটি এর ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছিলেন। গত শুক্রবার লিখিত জবার দেওয়ার দিন ধার্য ছিল।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *