রাজশাহীতে জামায়াত নেতাসহ দুই কারাবন্দির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর রামেকে চিকিৎসাধীন অবস্থায় জামায়াত নেতাসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Two-prisoners-including-Jamaat-leaders-died-in-Rajshahi-newsasia24

মৃত দুই কারাবন্দি হলেন, রাজশাহীর দামকুড়া থানা জামায়াতের আমির আবদুল লতিফ (৬৬) ও নওগাঁর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হক (৯০)। জামায়াত নেতা আবদুল লতিফকে গত ১৮ ডিসেম্বর দামকুড়া থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

এরমধ্যে জামায়াত নেতা আবদুল লতিফ হাজতি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আজিজুল নওগাঁ জেলা কারাগারে ছিলেন। চিকিৎসার জন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুুন>>ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল বলেন, নওগাঁ কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আজিজুলকে রাজশাহীতে পাঠানো হয়। সেদিনই আজিজুলকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার আবদুল লতিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তারা দুজনেই মারা গেছেন। এই দুই বন্দি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন>>প্রেমিকের উপর অভিমান করে শরীরে আগুন দেয়া প্রেমিকার মৃত্যু

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ বলেন, তারা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এরমধ্যে লতিফের হার্ড ও কিডনির সমস্যা ছিল। আর আজিজুল হক বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

আরও পড়ুন>>জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। বিকেলের দিকে মরদেহগুলো নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours