শিরোনাম
Madrasa-student-raped-in-onion-field-newsasia24

পিরোজপুর স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ; পতিতালয়ে বিক্রির হুমকি

পিরোজপুর প্রতিনিধি” পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ৪০ দিন আটকে রাখা হয়। তাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীটির মা ৬ জনের নামে থানায় মামলা করেছেন।

বুধবার রাতে মামলাটি নথিভুক্ত (এফআইআর) হওয়ার তথ্য নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে সবুজ হাওলাদার নামে এক যুবক উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু কোন সারা না পেয়ে ২১ নভেম্বর ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে মিঠারকুল নামক স্থান থেকে আসামিরা তাকে অপহরণ করে নারায়ণগঞ্জের একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।

আরও পড়ুন: 

পরবর্তিতে, ২৮ ডিসেম্বর অপহরণকারী ফোন থেকে ওই ছাত্রীর বাবার ফোনে ফোন দেয় ও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ছাত্রীকে পতিতালয়ে বিক্রির হুমকি দেওয়া হয়। পরে ওই ফোনের সূত্র ধরে ৩১ ডিসেম্বর ওই ছাত্রীকে উদ্ধার করে।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *