রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন: ৫ জনের মৃত্যু (ভিডিও)

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান।

তিনি বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়ছে ইঞ্জিনসহ বেশ কয়েকটি বগিতে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, ট্রেনটি ভারত থেকে ঢাকায় ফিরছিল। গোপীবাগে পৌঁছালে আগুন দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন:

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোলাপবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

https://youtu.be/Z2ViMHYTONk

google-news-channel-newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours