শিরোনাম
gov-logo-newsasia24

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই বন্ধ হবে প্রাথমিক বিদ্যালয়

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেসব জেলায় প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে পারবে।

গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রণায়লের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলমান আছে। শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সতরাং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকগণ সংশ্লিষ্ট জেলার প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করতে পারবেন।

আরও পড়ুন: 

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে আসলে পুনরয় চালু করতে পারবেন। এই নির্দেশনা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *