গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে ৫০ হাজার টাকা অসর্তকায় আগুনয়ে পুড়ে গেছে। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাতে পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম জুয়েল রানা। তিনি লোহাগাছ গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে। তিনি শ্রীপুর বাজারে কাঁচামালের দোকানদারি করেন। এতেই তার সংসার চলে। মূলধন হারিয়ে তিনি দিশেহারা।
ক্ষতিগ্রস্ত জুয়েল রানা জানান, বুধবার রাতে দোকানে বেচাকেনা শেষ করে টাকা নিয়ে বাসায় ফিরেন তিনি। বলেন, আমি ওই দিন জ্বরে আক্রান্ত ছিলাম। বাড়িতে ঢুকেতেই মা আমাকে আগুনের পাশে দাঁড়াতে বলেন। মা রান্না শেষে খুড়ির চুলায় আগুন পোহাচ্ছিলেন। পরে আমিও সেখানে দাঁড়াই।
বেশ কিছুক্ষণ পর আগুন পোহানো শেষে ঘেরে ঢুকে দেখি আমার লুঙ্গিতে মোড়ানো টাকার বাণ্ডিল নাই। পরে দ্রুত দৌড়ে বাইরে এসে দেখি চলার আগুনের কাছে টাকা পড়ে আছে। এ সময় দ্রুত টাকাগুলো তুলে নেই। তবে এর মধ্যে বেশ কিছু টাকা পুড়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
আরও পড়ুুুুন:
-
যে কারণে রাজশাহীর শীতের তীব্রতা বেশি
-
গোপালগঞ্জে দুই দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
-
মোল্লাবাড়ি বস্তিতে আগুন, দুইজনের মরদেহ উদ্ধার
-
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন: ৫ জনের মৃত্যু (ভিডিও)
তিনি বলেন, এখানে ৬৫ হাজার টাকা ছিল। সেখান থেকে ৫১ হাজার টাকা পুড়ে নষ্ট হয়ে গেছে।
সোনালি ব্যাংক শ্রীপুর শাখার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘পুড়ে যাওয়া টাকা গুলো ব্যাংকে নিয়ে এসেছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এ সব টাকা আমাদের এখানে রাখার নিয়ম নাই। তাই তাকে পুড়ে যাওয়া টাকাগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। ওখানে তিনি সহযোগিতা পেতে পারেন।’
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours