নিউজ এশিয়া২৪ ডেস্ক: সারা বাংলাদেশে বিদু্ৎ সরবারহে বিঘ্ন ঘটছে। এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় এ বিপত্তি। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি ধরা পড়েছে। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে।
আজ শনিবার (২০ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মহেশখালীস্থ LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে।
আরও পড়ুন:
-
করোনার নতুন ধরন, টিকা নেওয়ার নির্দেশ
-
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই বন্ধ হবে প্রাথমিক বিদ্যালয়
-
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
-
শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ল ৫০ হাজার টাকা
এর ফলে বর্তমানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকাতে খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
বিবৃতিতে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে
[button color=”purple ” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]ফলো করুন[/button]
+ There are no comments
Add yours