রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দশম শ্রেণির ছাত্রী মিথিলা খাতুনের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার(২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। মিথিলা উপজেলার দক্ষিণ মিলিক বাঘা শাহপাড়া গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মিথিলা রাজশাহী মিলেনিয়াম স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করত। শুক্রবার বাড়িতে আসে মিথিলা। তার মা থাকেন দুবাইয়ে। বাবা অন্যত্রে বিয়ে করে ঢাকায় থাকেন। খালার কাছে থাকত মিথিলা।
শনিবার রাতের খাবার খাওয়ার জন্য তাকে ডাকা হয়। তার কোনো সাড়া না পেয়ে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। বিষয়টি নিয়ে খালার সন্দেহ হয়। একপর্যায়ে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি অবগত করা হলে ঘরের দরজা ভেঙে দেখেন ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থল থেকে রাতে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
-
ঘুমন্ত স্ত্রীর প্রাণ নিল স্বামী
-
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
-
শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ল ৫০ হাজার টাকা
-
যে কারণে রাজশাহীর শীতের তীব্রতা বেশি
আজ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, এর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours