নিউজ এশিয়া২৪ ডেস্ক: সারা দেশে শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানান, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ১০টায় ক্লাস শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ সোমবার (২২ জানুয়ারি) এ পাঠদান কর্মসূচি পরিবর্তন করে। শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।
আরও পড়ুন:
-
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই বন্ধ হবে প্রাথমিক বিদ্যালয়
-
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় খুঁজতে জরুরি সভায় বসেছেন মন্ত্রীরা
-
ফেসবুকে সুন্দরীর ফাঁদে সর্বস্বান্ত যুবক
-
যে কারনে সারা বাংলাদেশে লোডশেডিং
এ ছাড়া ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে ইতোপূর্বের নির্দেশনা যথারীতি বহাল থাকবে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours