চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল-ভ্যান গাড়ির সংঘর্ষে ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। মুন্না দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না দামুড়হুদার স্টেডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে।
পরিবারের স্বজনরা জানায়, সোমবার দুপুরে দামুড়হুদা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের।
আরও পড়ুন:
-
ময়মনসিংহে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত
-
রাজশাহীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
-
ঘুমন্ত স্ত্রীর প্রাণ নিল স্বামী
-
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন মুন্না। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদীতে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
দামুড়হুদা থানার ওসি আলমগীর কবীর সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours