তীব্র শীতের কারণে শিক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে লামিয়া আক্তার (০৯) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ ধরে গোসল করে না। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লামিয়ার মা তাকে গোসল করতে বলে। লামিয়া শীতে গোসল করবে না বললে মা তার সাথে রাগারাগি করে।

আরও পড়ুন:

পরে মা পরিবারের কাজে ব্যস্ত হয়ে যায়। পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours