‘শরীফ থেকে শরীফা’: পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পর্যালোচনায় পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে ।

শিক্ষা মন্ত্রণালয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, অধ্যাপক মো. মশিউজ্জামান, অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

আরও পড়ুুন:

আজ বুধবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচ সদস্যের এ কমিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) গল্পটি পর্যালোচনায় সার্বিক সহায়তা করবে।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours