হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় প্যাকিং গুদামে মজুদ চা পাতা, মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোরে কারখানায় আগুন দেখে নিরাপত্তারক্ষীরা বাগানের ব্যবস্থাপকে জানালে তিনি চুনারুঘাট ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন:
-
দুই শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করলো মা
-
টেকনাফে চালের কারনে ভগ্নিপতির হাতে শ্যালক খুন
-
তীব্র শীতের কারণে শিক্ষার্থীর আত্মহত্যা
-
ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত সেখানে যান। এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট স্টেশনসহ ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে সহায়তা করেন।
ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।