নতুন একগুচ্ছ ইসলামি সংগীত নিয়ে আসছেন ‘শিকদার বাসীর’

নিজস্ব প্রতিবেদক: খুব শীঘ্রই অবমুক্ত হতে যাচ্ছে গীতিকার, সুরকার ও ছড়াকার শিকদার বাসীর একগুচ্ছ ইসলামী সংগীত। যার মধ্যে রয়েছে মরমী, হামদ, নাত ইত্যাদি।

সবগুলো গানের কথা লিখেছেন শিকদার বাসীর নিজেই। পাশাপাশি গানগুলোর সুরও করেছেন তিনি। এরমধ্যে ৩টি গানের সুর করেছেন ইশরাক ইব্রাহীম।

বেশীরভাগ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী আব্দুল্লাহ সাইফ। এছাড়াও দেশের জনপ্রিয় কিছু মেধাবী তরুণ ও শিশুশিল্পী কণ্ঠ দিয়েছেন।

আরও পড়ুন: 

ভিডিও গ্রহন সম্পর্কে শিকদার বাসীর জানান, ইতিমধ্যে গানগুলোর ভিডিও দেশের চমৎকার কিছু দর্শনীয় স্থান থেকে ধারন করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস হতেই এ গানগুলো ইউটিউবে প্রচারিত হবে। এছাড়াও স্টুডিও ভোকাল, আরাফাহ্ রেকর্ডস, ইসলামিক শক্তি টিভিসহ শিল্পীদের ব্যক্তিগত চ্যানেলগুলোতে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বলে জানান তিনি।

google-news-channel-newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours