কুষ্টিয়ায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৪ পালিত (ভিডিও)

https://youtu.be/ZCMhGqU1KMw

নাজমুল হাসান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৪ ।

“আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার(২৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরস্থ এনএস রোড প্রদক্ষিন করে।

পরে র‌্যালি শেষে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আহসান হাবীব রিপন কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলাতে কুষ্ঠ রোগীদের বর্তমান অবস্থা তুলে ধরেন।

World-Leprosy-Day-2024-is-celebrated-in-Kushtia-newsasia24 2

আরও পড়ুন: 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জন,কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল্লাহ আল রশিদ, ডাঃ নোওরিন আলম সিজা (ডিষ্টিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার), দি ল্যাপ্ররী মিশন বাংলাদেশের এর রিসার্স অফিসার মোঃ মুশফিক রহমান।

আলোচনা শেষে কুষ্ঠ রোগীদের জন্য দিন ব্যাপি স্কীন ক্যাম্প অনুষ্টিত হয়। এ ছাড়া ও বিভিন্ন বিদ্যালয়ে নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে কুষ্ঠ রোগ ও তার প্রতিকার সম্পর্কে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

google-news-channel-newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours