দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৯

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন।

আজ সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী বেবী আক্তার (২০) উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকসহ ৯ জন।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours