রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নির্মানাধীন ১০ তলা বিশিষ্ট শহীদ এমএইচএম কামরুজ্জামান হলের ছাদ একাংশ ধসে পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে বলে কর্মরত শ্রমিকরা। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা ২৫ মিনিট সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) পাঠানো হয়েছে।
আহতরা হলেন গাইবান্ধার আজাদুল(৩৫), চাপাইনবাবগঞ্জের সিফাত(২২), রাজশাহী গোদাগাড়ির শিহাব (২৫)। তাদেরকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ৮, ২৫ ও ৩১ নম্বর ওর্য়াডে ভর্তি করা হয়েছে।
কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ২০২২ সালের জানুয়ারি মাসে এ ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের পথে। মঙ্গলবার হলের উত্তর-পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১২ জন শ্রমিক। হঠাৎ করে ধসে পড়ে এ ছাদ।
আরও পড়ুন:
-
দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৯
-
কুষ্টিয়ায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৪ পালিত (ভিডিও)
-
হবিগঞ্জে চা কারখানায় আগুন
-
দুই শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করলো মা
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, শহীদ এএইচএম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ পড়েছে। আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এছাড়া তিনজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আর কেউ চাপা পড়েছেন কিনা একারণে উদ্ধার অভিযান চলছে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours