নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়েছে। অধিবেশনের শুরুর দিকে টানা চতুর্থবারের মতো ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার র্নির্বাচিত করা হয় ।
এরপরই শুভেচ্ছা বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এরপরই বক্তব্য দিতে শেখ ফজলুল করিম সেলিমকে ফ্লোর দিলে স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হাত তোলেন। স্পিকার ইশারায় তাকে বসার অনুরোধ জানিয়ে শেখ সেলিমকে ফ্লোর দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতের ইশারায় লতিফ সিদ্দিকীকে বসার অনুরোধ জানান। পরে বিরোধীদলীয় নেতা জি এম কাদরকে বক্তব্য দেয়ার জন্য ফ্লোর দেন স্পিকার। তখন আবারও দাঁড়িয়ে বক্তব্য রাখার জন্য হাত তোলেন লতিফ সিদ্দিকী। সে সময়ও তাকে বসার অনুরোধ জানান স্পিকার।
আরও পড়ুুুুন:
-
স্বতন্ত্র এমপিদের আমন্ত্রণ: প্রধানমন্ত্রীর
-
টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা
-
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে নৌকার কর্মী আটক
-
‘শরীফ থেকে শরীফা’: পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
এরপর প্রধানমন্ত্রী কাগজে একটি চিরকুট লিখে লতিফ সিদ্দিকীর কাছে পাঠান। তাতে কি লেখা ছিল তা জানা না গেলেও এরপর আর বক্তব্য রাখার জন্য দাঁড়াননি স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপি লতিফ সিদ্দিকী।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours