লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গ্যাসের চুলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জসিম লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি একসময় আনসার সদস্য ছিলেন।
পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, জসিম গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার (৩১ জানুয়ারি) সকালে তিনি বাড়ির গ্যাসের চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন।
এসময় চুলা থেকে তার গায়ের চাদরে আগুন ধরে যায়। মুহূর্তেই শরীরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে রক্ষা পেতে তিনি বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন:
-
চুয়াডাঙ্গায় আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু
-
মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লো বাংলাদেশে
-
রাজধানীতে এক শিক্ষার্থীকে মা’ ডেকে অটোরিকশায় তুলে যৌন হয়রানি
অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours