প্রাথমকি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর কান থেকে ডিভাইস বের করলেন চিকিৎসক

যশোর প্রতিনিধি: যশোরে কানের ভেতরে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রাথমকি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। অভিযুক্ত জাহিদ হাসান যশোর সদর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা।

এমএম কলেজের অধ্যক্ষ মরজিনা আক্তার জানান, আটক পরীক্ষাথীর কানের ভেতর একটি ও পকেটে আর একটি ডিভাইস ছিল। দীর্ঘ সময় তিনি উত্তরপত্রে কিছুই লিখছিলেন না।

হঠাৎ একটি শব্দ হওয়ায় তার দিকে নজর পড়ে কক্ষের কর্তব্যরত শিক্ষকদের। এ সময় তাকে তল্লাশি করে ডিভাইস পাওয়া যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকের পর জাহিদকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন:

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কানের ভেতর থেকে ডিভাইস বের করেন। কলেজ কর্তৃপক্ষ তাকে পরীক্ষা থেকে বহিষ্কার ও পুলিশে সোপর্দ করে। পরীক্ষাকেন্দ্র সচিব তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours