মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয়

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়েছে। ফলে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৫৮ জন সদস্য বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । সূত্রে জাগো নিউজ।

তিনি জানান, রবিবার ভোর থেকে বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

উল্লেখ্য, মিয়ানমারের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে আরকান আর্মিসহ দেশটির বিদ্রোহী গ্রুপগুলো জোরোলো অভিযান শুরু করেছে ।

গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ংকর রূপ নিয়েছে। দু’পক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে।

google-news-channel-newsasia24

 

 

 

You May Also Like

+ There are no comments

Add yours