৩০০টি যুদ্ধবিমান কেনা হবে ভারতের

ছয় দশক ধরে ভারতীয় বিমান সেনারা যুদ্ধবিমান “রাফাল” ব্যবহার করছে। কিন্তু ভারতীয় বিমান বাহিনীতে সবচেয়ে বেশি যুদ্ধবিমান এখনো রাশিয়ার তৈরি মিগ। মিগ নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগও উঠেছে।

কয়েকবার মিগ ক্র্যাশও করেছে। কিছুদিন আগেই শুরু হয়েছে মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমানবাহিনীর হাতে তুলে দেয়ার কাজ। এবার অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান পাওয়া যাবে । ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে এই বিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যালকে ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে ।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে।

আরও পড়ুন: মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত; আহত-২০

ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। এই বিমানে অস্ত্র নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এ ছাড়া মাঝ আকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রাডার থাকবে এই বিমানে।

You May Also Like

+ There are no comments

Add yours