মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস শিবচরের সূর্যনগর এলাকায় সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই বাস দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আরও একজন মারা গেছেন।
আরও পড়ুন:
-
মায়ের লাশ দেখতে এসে নিজেই লাশ হলেন
-
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে চিনি
-
ময়মনসিংহে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২
তবে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল তিনজন নিহতের খবর জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। আর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
Follow