“ভাইস চেয়ারম্যান” পদ প্রার্থী আব্দুর রহিম সরদার গণ সংযোগ করলেন বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে শার্শা উপজেলায় “ভাইস চেয়ারম্যান” পদে প্রতিদ্বন্ধিতা করছেন বলিষ্ঠ কন্ঠঃস্বরের অধিকারী,রাজপথের লড়াকু সৈনিক,অত্র উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি-আব্দুর রহিম সরদার।

নির্বাচন উপলক্ষ্যে নিজের শতভাগ জয়লাভের আশা নিয়ে প্রায় প্রতিদিন শার্শা উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন ভোটারদের দোয়া ও সমর্থণ পাওয়ার আশায়।

শনিবার(২ মার্চ) বিকালে তিনি অত্র উপজেলার বন্দর সংলগ্ন ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।

আরও পড়ুন>>প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা

সেখানে পৌছলে,সেখানকার ইউপি চেয়ারম্যান-মোঃ বজলুর রহমান সহ ঐ পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মেম্বর এবং ওয়ার্ড আ.লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ মহিলা যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ এবং বেনাপোলের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ তাকে স্বাগত জানান।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনঅফিসিয়ালী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ব্যাক্তিবর্গকে ছালাম জানিয়ে প্রার্থী আব্দুর রহমান সরদার বলেন-“ছাত্র জীবণের অবসান ঘটিয়ে জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় নেমেছি। আপনাদের দোয়া ও সমর্থন চাই”।

আরও পড়ুন>>মুসলিম নাকি হিন্দু? খোকসার বৃষ্টি খাতুন

“আমাকে এ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল সহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমি নির্বাচিত হলে আমার এ উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি”।

সভা শেষে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ঐ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যান এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে জয়লাভে তাদের দোয়া ও সমর্থণ চান।

google-news-channel-newsasia24

[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]

You May Also Like

+ There are no comments

Add yours