শিরোনাম
The-cries-of-the-family-of-Rain-who-died-in-the-fire-do-not-stop-newsasia24

অগ্নিকান্ডে নিহত বৃষ্টির পরিবারের আহাজারি থামছেই না

কুষ্টিয়া প্রতিনিধি, নাজমুল হাসান: বেইলি রোডের অগ্নিকান্ডের নিহত অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত বৃষ্টি খাতুনের পরিবারের আহাজারি থামছেই না।

অভিশ্রুতি শাস্ত্রী নাম নিয়ে ঢাকায় সাংবাদিকতা করলেও কুষ্টিয়ার খোকসা উপজেলার নিজ গ্রামে তাকে সবাই চেনে বৃষ্টি খাতুন নামে। নাম নিয়ে জটিলতায় এখনো লাশ হস্তান্তর না হওয়ার পাশাপাশি নিজ গ্রামে লাশ দাফন নিয়ে শঙ্কায় রয়েছে বৃষ্টির পরিবার।তবে তারা আশা করছেন মরদেহ আসলে কোনরকম সামাজিক জটিলতা ছাড়াই দাফন করা যাবে তার।

গত বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণ হারান ইডেন কলেজের শিক্ষার্থী অভিশ্রুতি শাস্ত্রী । তিনি ঢাকায় লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা করতেন।

আরও পড়ুন>>মুসলিম নাকি হিন্দু? খোকসার বৃষ্টি খাতুন

অগ্নিকান্ডের ঘটনার পর অভিশ্রুতির লাশ অন্য ৪৫ জনের মতো মর্গে নেওয়া হয়। পরিচয় শনাক্তের পর অন্যদের লাশ হস্তান্তর করা হলেও ঘটনার ৪দিন অতিবাহিত হলেও অভিশ্রুতির লাশ হস্তান্তর হয়নি পরিচয় নিয়ে জটিলতায়।

আরও পড়ুন>>দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি যুবককে হত্যা

তবে আইনি জটিলতার শেষে লাশ হস্তান্তর হলে নিজ এলাকায় সবুজ শেখের মেয়ে বৃষ্টি খাতুনের দাফন নিয়ে শঙ্কায় রয়েছে তার পরিবার। তবে আশা করছেন তারা আশা করছেন কোনরকম সামাজিক জটিলতা ছাড়াই দাফন করা যাবে করা যাবে তার দাফন। তবে বাধা সৃষ্টি হলে নিজ পারিবারিক কবরস্থানেই শেষ আশ্রয় হবে বৃষ্টি খাতুনের।

google-news-channel-newsasia24

Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *