ফরিদপুর প্রতিনিধি: পেঁয়াজ ক্ষেতে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নে। ধর্ষণের অভিযোগে মো. আবু বক্কার (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবু বক্কার ওরফে লাল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মফিজুর রহমানের ছেলে। ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসা ছাত্রীর বাবা সোমবার রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি করে আবু বক্কার ওরফে লাল মিয়া নামের ওই যুবক।
আরও পড়ুন:
-
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
-
ঈদে বেতন-বোনাস-বকেয়া দিতে গার্মেন্টস মালিকদের ধার-দেনা
পরে সোমবার রাতে বাড়ি থেকে কৌশলে ডেকে পাশের একটি পেঁয়াজ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। মেয়েটির চিৎকার শুনে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল হক বলেন, মাদ্রাসা ছাত্রীর বাবা এ ঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে সালথার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
[button color=”green” size=”medium” link=”https://news.google.com/publications/CAAqBwgKMKTlpAwwtt2zBA?ceid=US:en&oc=3″ icon=”” target=”true”]Follow[/button]
+ There are no comments
Add yours