শিরোনাম

মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে মু‌ক্তিযোদ্ধা প্রার্থী ঘোষনা

স্টাফ রি‌পোর্টার: খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় সম্মিলিত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার (৭এপ্রিল) মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ অ‌ডি‌টো‌রিয়া‌মে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে মা‌টিরাঙ্গা পৌর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডা বীর মু‌ক্তি যোদ্ধা আবুল হা‌সেম মজুমদা‌রের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন,সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা জেলা কমান্ডার ও বীর মু‌ক্তি যোদ্ধা রইছ উ‌দ্দিন।

আলোচনা সভায় আসন্ন ৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে নি‌জে‌কে মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান পদ প্রার্থী ঘোষনা ক‌রে বীর মু‌ক্তি‌যোদ্ধা রইছ রদ্দিন ।

এসময় উপ‌স্থিত সক‌লের মাধ‌্যমে উপ‌জেলা বা‌সির নিকট দোয়া ও সহ যো‌গিতা কামনা ক‌রে তি‌নি ব‌লেন, মা‌টিরাঙ্গা আদর্শ উপ‌জেলা নানা সমস‌্যায় জর্জরিত। তি‌নি চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌লে মু‌ক্তি যু‌দ্ধের চেতনায় উপ‌জেলা‌কে নতুন ক‌রে সাজা‌বেন। সমস‌্যা লাগব ক‌ল্পে উপ‌জেলা বা‌সির ন‌্যায‌্য অ‌ধিকার প্রতিষ্ঠা, অ‌ধিকার সুসম বন্টন, মাদক ও জুয়া নির্মুল, চোরাচালান ব‌ন্দে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন কর‌বেন ব‌লে প্রতিশ্রু‌তি ব‌্যাক্ত ক‌রেন। পরে ইফতার পুর্ব দেশ ও জা‌তির সমৃ‌দ্ধি কানায় ‌বি‌শেষ মুনাজাত শে‌ষে সক‌লের সাথে ইফতার ক‌রেন বীর মু‌ক্তি‌যোদ্ধা রইছ উদ্দিন।

এসময় এসময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার হানিফ হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা,বীরমুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোকাব্বার হোসেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি আঃ সালাম,জেলা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, মাটিরাঙ্গা উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্যসচিব সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর সন্তান কমান্ডের সভাপতি মোঃ লিটনসহ মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যসহ আ‌রো অ‌নে‌কেই উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ‌্য যে, বিএন‌পি নির্বা‌চনি মা‌ঠে না থাক‌লেও এখ‌নো পর্যন্ত মা‌টিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ৭জন প্রার্থীর না শুনা যা‌চ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *