খোকসায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহরের ময়লা পরিস্কারের কাজ করতে দেখে খুশি খোকসার মানুষ। এদেরকেও সহযোগিতা করছে এলাকার মানুষ।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১২ টা থেকে তারা শহরের বিভিন্ন স্থানে কাজ শুরু করেন।

Khoksa student newsasia24 2
কুষ্টিয়ার খোকসার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছবি: নিউজ এশিয়া ২৪

এসময় শিক্ষার্থীরা সবার উদ্যেশে বলেন, আপনারা যেখানে শেখানে ময়লা আর্বজনা ফেলবেন না। ময়লাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলবেন।

আরও পড়ুন :

এছাড়াও সড়কের কোথাও কোন প্রকার চাঁদা দিতে নিষেধ করেন শিক্ষার্থীরা।

এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার পক্ষ থেকে এলাকার পাহারা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকার মানুষের শান্তি ফেরাতে, ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারির হাত থেকে রক্ষা করতে রাতে পাহারার দিচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার স্বেচ্ছা সেবক কর্মীরা।

google-news-channel-newsasia24

You May Also Like

+ There are no comments

Add yours