শিরোনাম
bnp news khoksa newsasia24
অনুষ্ঠােনে বক্তৃতা দিচ্ছেন সাবেক এম.পি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী

খোকসায় বিএনপির শোক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

ফাহিম শাওন: সাম্প্রতিক ছাত্র-জনাতার অন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় কুষ্টিয়ার খোকসায় বিএনপির শোক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আজ সোমবার (১৯ অগাষ্ট) উপজেলার একতারপুর হাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক এম.পি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেও তিনি বলেছিন, আমি বঙ্গবন্ধুর কন্যা। আমি দেশ ছেড়ে পালাতে পারি না। পালাবো না। ২০০৬ সালের ১৮ অক্টোবর আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম। আমরা কিন্তু দেশ ছেড়ে পালাইনি।

bnp news khoksa newsasia24

আরও পড়ুন:

সনাতন ধর্মাবল্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। আমরা এক অপরের সাথী। আপনাদের উপর কেও যদি অত্যাচার করে তাহলে তাকে বেঁধে ধোলাই দিয়ে আমাদের খবর দেবেন। আমরা ব্যবস্থা নেব।

এছাড়াও তিনি অন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে খোকসা থানা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রবিন রায়হান জসিম, শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উজ্জামান মমিন, বেতবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ, খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রকোনুুজ্জামান রোকন, খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ আরও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

google-news-channel-newsasia24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *