ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসায় দুর্বত্তের হামলায় শিপন(৪২) নামের এক ব্যক্তি মারাত্বক আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিপন খেকসা সদর হাসপাতালে ভর্তি ছিলেন।
গত শুক্রবার (১৬ আগষ্ট) খোকসার বেতবাড়ীয়ায় এ ঘটনাটি ঘটে। আহত শিপন এলাকার হোসেন মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহত শিপনের সাথে একই এলাকার তালেব মন্ডল (৫০) এর দীর্ঘ দিন জমি চাষাবাদ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শিপনকে হত্যার পরিকল্পনা করে তালেব মন্ডল। সেই সুযোগ পেয়েও যায় তালেব।
গত শুক্রবার মাঠের কাজ শেষ করতে শিপনের সন্ধ্যা হয়ে যায়। এই সুযোগে আগে থাকা ওৎ পেঁতে থাকা তালেব তাকে হত্যার প্রস্তুতি নেয়। এক পর্যায় শিপন পাওয়ারটিলার নিয়ে মাঠ থেকে রাস্তায় উঠা মাত্রই লোহার রড দিয়ে মাথায় এলোপাথারি আঘাত করতে করতে থাকে তালেব।
রডের আঘাতে মাথে ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় শিপনের। একপর্যায় শিপনের চিৎকার দিলে আশেপাশের মানুষ ছুটে আসলে তালেব দৌড়ে পালিয়ে যায়।
এক পর্যায় শিপন জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থা খারাপ হওয়ায় তারা তাকে উদ্ধার করে খোকসা সদর হাসপাতালে নিয়ে যায়।
আজ রবিবার (১৮ আগষ্ট) শিপনের বড় ভাই লিটন মন্ডল খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় কঠোর শাস্তির দাবি করেন শিপনের পরিবারের লোকজন।
+ There are no comments
Add yours