ফাহিম শাওন: খোকসার পৌরসভার পক্ষ থেকে বন্যার্তদের জন্য সাহায্য প্রদান করা হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন কর্তন করে এ সাহায্য জমা করা হয়। পরে জমাকৃত অর্থ কুষ্টিয়া জেলা প্রশাসক এর ব্যাংক একাউন্ট এ প্রেরণ করা হয়।
গতকাল রবিবার (০১ সেপ্টেম্বর) এ উদ্যোগ নেয়া হয়। এতে পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় মোট টাকার পরিমান দাড়ায় ১৯,২৬৫ টাকা।
বন্যা কবলিত মানুষদের বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, এবং সাহায্য করতে পেরে অনেক খুশি পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।