শিরোনাম
janata-parti-bangladesh-newsasia24

জনতা পার্টি বাংলাদেশ’- এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’- এর আত্মপ্রকাশ হলো। নতুন এ দলের চেয়ারম্যান হয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জেনারেল হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ।

নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন। দলটির স্লোগান ‘গড়ব মোরা ইনসাফের দেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। পার্টির ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। তিনি বিএনপির সাবেক (বহিষ্কৃত) ভাইস চেয়ারম্যান।

শওকত মাহমুদ বলেন, সকল নাগরিকের সমান মর্যাদা ও সাম্যবাদের আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় মূলনীতি সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা যুক্ত করার মধ্য দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধূলিসাৎ করেছিল।

পাশাপাশি ভারতের ব্রাহ্মণবাদ স্বাধীন বাংলাদেশে ধর্মকে রাজনীতির মুখোমুখি দাঁড় করে দিয়েছিল, তৈরি হয়েছিল ফ্যাসিজম। তার বিপরীতে ২০২৪ সালের উদ্ভব হয়েছে। ২৪-এর স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে জাতীয় জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হল।

শওকত মাহমুদ আরও বলেন, জীবনযাপনের প্রতিটি স্তরে ও ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা চাই। এজন্য জাতি গঠনে নতুন যাত্রাপথে বেদনাদায়ক হলেও সকল পর্যায়ে সংস্কার আবশ্যক।

অন্তর্বর্তী সরকারের অধীনে সকল সংস্কার সম্পন্ন করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশাহত করা।

তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি।

আরও পড়ুন: 

দল ঘোষণা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছরে সড়ক আন্দোলনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাইনি। ৫২ বছর হলো দেশ স্বাধীন হয়েছে। আমি ৩২ বছর নিরাপদ সড়ক আন্দোলন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে পারিনি। সেই জায়গা থেকে বৈষম্যমুক্ত সবার জন্য নিরাপদ দেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আমরা আশা করছি আমাদের লক্ষ্যে পৌঁছাব, আর এর জন্য দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণফোরাম, বিকল্প ধারা , খেলাফত আন্দোলন, আম জনতার দল, এলডিপি, মুসলিম লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *