ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের শিকার হওয়া এক শিশুর বাড়িতে আগুন দেয়ার ঘটনায় একজনকে গ্রেফ্তার করেছে খোকসা থানা পুলিশ। আসামী মো নিপুন শেখ খোকসা খোর্দ্দসাধুয়ার মৃত মোজাহার শেখ এর ছেলে। আসামী ধর্ষিত শিশুর আপন চাচা বলে জানান খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।