শিরোনাম
তারুণ্যের সমাবেশ; খোকসায় একত্রিত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা (ভিডিও)

তারুণ্যের সমাবেশ; খোকসায় একত্রিত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা (ভিডিও)

ফাহিম শাওন, কুষ্টিয়া:  কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন ) খোকসা সরকারি কলেজ অডিটোরিয়াম এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ মুহম্মদ আনিস-উজ-জামান।

আরও পড়ুন:  ধর্ষিত শিশুর বাড়িতে আগুন দিলেন আপন চাচা (ভিডিও)

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রবিন রায়হান জসিম এবং খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক সোহেল রানা মানিক।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ এর সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, হাসেম আলী, জুবায়ের জ্যাকি, কেএম জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম টুটুল, মো: রবিউল ইসলাম রবি, মো:শরিফুল ইসলাম ও ইমরান খানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *