নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের গাড়িতে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, আজ সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারগারে ময়লা নিতে আসে গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি। এসময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়ি তল্লাশি করে। সেসময় গাড়ির ডেক্স কভারের নিচ থেকে ২২ ইঞ্চি লম্বা দুইটি লোহার দা, ১০ ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল, একটি ইয়ারফোন এবং কালো টেপে পেঁচানো দুইটি গাজার বল জব্দ করা হয়। পরে ওই দুইজনকে আটক করে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)।
আরও পড়ুন: চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, কারা কর্তৃপক্ষ দুইজনকে আমাদের নিকট হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours