মানিকছড়িতে ভারতীয় ঔষুধ ও প্রাইভেট কারসহ গ্রেফতার-১

মো: এনামুল হক: খাগড়াছড়ির মানিকছড়িতে ভারতীয় ঔষুধ  সহ মো: নুর নবী (২৮)  না‌মে চোরাচালান চক্রের এক সদস‌্যকে গ্রেফতার ক‌রে‌ছে মা‌নিকছ‌ড়ি থানা পু‌লিশ। একই সা‌থে তা‌কে বহন কা‌রি প্রাইভেট কার (চট্ট (মেট্র-গ-১৩-৯৭৬৯) জব্দ করা হ‌য়ে‌ছে।

নুর নবী রামগড় ন‌জির টিলার এশহাক মিয়ার ছে‌লে।

শুক্রবার ( ৮‌সে‌প্টেম্বর)  সকা‌লের দি‌কে বিশেষ অভিযান প‌রিচালনা ক‌রে মানিকছড়ির তিনটহরী হ‌তে তা‌কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূ‌ত্রে জ‌ানা যায়, গোপন ত‌থ্যের ভি‌ত্তি‌তে সরকা‌রি কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় ঔষধ নি‌য়ে চট্টগ্রাম যাওয়ার প‌থে পুলিশ সুপার মুক্তা ধর এর দিক-নির্দেশনায় মা‌নিকছ‌ড়ি‌তে খাগড়াছড়ি -চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট স্থাপ‌নের মাধ‌্যমে প্রাইভেট কার তল্লাশী করে ১৪৮ প্যাকেট ভারতীয় ঔষধ সহ তা‌কে গ্রেফতার করা হয়। যার বাজার মুল্য অনুমান  উনষাট হাজর দুইশত টাকা।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক চোরাচালান, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট যেকোন সামাজিক অপরাধ, দেশের উন্নয়ন ও অর্থনীতি আঘাত করে এমন যে কোন অপরাধের সাথে যেই জড়িত সকলকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর খাগড়াছড়ি জেলা পুলিশ ।

You May Also Like

+ There are no comments

Add yours