বিমানে যৌনকর্ম করায় গ্রেফতার নারী-পুরুষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আপত্তিকর কাজ তাও আবার কড়া পাহারার আন্তর্জাতিক বিমানে! এমনই ঘটনা ঘটেছে যুক্তরাজ্য থেকে স্পেনগামী একটি বিমানে। বিমানের টয়লেটে আপত্তিকর কাজ করার সময় অনান্য যাত্রীদের কাছে ধরা পড়েন এক নারী-পুরুষ। বিমানটি যুক্তরাজ্য থেকে স্পেন যাচ্ছিল।

বিমানের টয়লেটের ভেতর ওই নারী-পুলিশের আপত্তিকর কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্লেনের এক কর্মী টয়লেটের দরজা খুলছেন। আর তখনই ওই নারী-পুরুষকে বিবস্ত্র অবস্থায় যৌনকর্ম করতে দেখা যাচ্ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, দরজাটি খোলার পরপরই ভেতরে থাকা ওই ব্যক্তি সজোরে সেটি আবার লাগিয়ে দিচ্ছেন। এমন ঘটনা দেখে প্লেনের ভেতর থাকা বাকি যাত্রীরা অবাক হয়ে যান। এছাড়া অপর যাত্রীদের অবাক হয়ে চোখে-মুখে হাত দিতে দেখা যায়।

আরও পড়ুন: নিপাহ ভাইরাসের বাংলাদেশি ধরনের উপস্থিতি দাবি ভারতের

প্লেনটি স্পেনের ইবিজায় অবতরণ করার পর তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

তবে ওই নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে কি না বা তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো তদন্ত করা হয়েছে কি না এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

 

মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ

আফ্রিকার মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে ৬৩২ নিহত

You May Also Like

+ There are no comments

Add yours