শিশুদের ওমরাহ পালনে সৌদির নির্দেশনা জারি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: অনেক মুসলিম অবিভাবক তাদের শিশু সন্তান নিয়ে ওমরাহ করতে যান। এক্ষেত্রে শিশুটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই নিরাপত্তাটি একটি বড় চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় কিছু নির্দেশনা জারি করেছেন।

১.পরিচিতিমূলক ব্রেসলেট : উমরাহর সময় প্রত্যেক শিশুর ডান অথবা বাঁ হাতের কব্জিতে অবশ্যই পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। লাখ লাখ ওমরাহযাত্রীর ভিড় কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।

২. ভিড় যথাসম্ভব এড়িয়ে চলা : যেসব ওমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে ওমরায় এসেছেন, তাদেরকে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য ভিড় কম হয়— এমন সময় ও স্থান বেছে নিতে বলা হয়েছে।

৩. শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা : শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।

৪. শিশুদের খাদ্যের প্রতি নজর রাখা : ওমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ

আফ্রিকার মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে ৬৩২ নিহত

 

You May Also Like

+ There are no comments

Add yours