নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইউক্রেনের ছয়জন উপ-প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কেন এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি জানা যায় নি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেয়া হয়। এদের মধ্যে রয়েছেন হানা মালিয়ার। যিনি রাশিয়ার যুদ্ধের বিষয়ে পাবলিক আপডেট জারি করতেন।
উমেরভ পদ নেয়ার সময় অগ্রাধিকারের ভিত্তিতে কিছু কাজ করার কথা বলেছিলেন। এর মধ্যে রয়েছে- প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ের জন্য মন্ত্রণালয়কে প্রধান প্রতিষ্ঠান করা, প্রত্যেক সৈনিকের মান বৃদ্ধি করা, ইউক্রেনের সামরিক শিল্পের বিকাশ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।
রুস্তেম উমেরভ মুসলিম সংখ্যালঘু ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় সদস্য। দ্য গার্ডিয়ান জানিয়েছে, উমেরভ সোভিয়েত উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন: শিশুদের ওমরাহ পালনে সৌদির নির্দেশনা জারি
তার পরিবারকে স্ট্যালিনের অধীনে নির্বাসিত করা হয়েছিল এবং ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেওয়া হলে শৈশব বয়সেই তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন।
৪১ বছর বয়সি উমেরভ ২০০৪ সালে টেলিকম ব্যবসা শুরু করেন এবং ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।