পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৪

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পাকিস্তান পুলিশ।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

2pakistan-boma-hamla-newsasia24জানা গেছে, আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পেশোয়ারে হাঙ্গু নামের একটি মসজিদে জুম্মার নামাজের সময় দুজন ব্যক্তি এ বোমা হামলা চালান। এতে মসজিদটির ছাদ ধসে পড়েছে এবং অনেক মানুষ আটকে আছেন।

এ হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ৩০০টি যুদ্ধবিমান কেনা হবে ভারতের

পাকিস্তানের পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানান, হামলায় মসজিদের ছাদ ধসে পড়ার পর ৩০-৪০ জন আটকে যান এবং তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এ বোমা হামলায় দুইজন জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান এবং অপরজন মসজিদের ভেতর গিয়ে আত্নঘাতী বোমা হামলা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার পর পুরো পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত; আহত-২০

চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি

 

Our Facebook: http://www.facebook.com/newsasia24bd

You May Also Like

+ There are no comments

Add yours