নিউজ এশিয়া২৪ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি।
জানা যায়, গতকাল রাজশাহীতে স্যুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তিনি। ঢাকায় যাওয়ার পথে একটি ড্রামট্রাক তার গাড়িটিকে ধাক্কা দেয়।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা সে বিষয়ে কিছু জানাননি।
পোস্টে তিনি বলেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়।
আরও পড়ুন: আমার বয়স অনেক নিচে: হাবু ভাই
কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!
আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।
+ There are no comments
Add yours